আন্তর্জাতিক

ভারতীয় ভ্যারিয়েন্ট ৪০ শতাংশ বেশি সংক্রামক

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট (ডেল্টা ভ্যারিয়েন্ট) যুক্তরাজ্যের কেন্টে পাওয়া ভ্যারিয়েন্টের তুলনায় ৪০ শতাংশ বেশি সংক্রামক। রোববার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এ তথ্য জানিয়েছেন।

স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার পাওয়া সর্বশেষ পরামর্শ হচ্ছে এটি ৪০ শতাংশ বেশি সংক্রামক।’ সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টারা ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতার এই তথ্য দিয়েছেন বলে জানান হ্যানকক।

আগামী ২১ জুন করোনার বিধিনিষেধ প্রত্যাহারের কথা ব্রিটিশ সরকারের। তবে ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি এবং এর সংক্রমণ ক্ষমতার নতুন তথ্য উদ্বেগ সৃষ্টি করেছে। 

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট ‘২১শে জুনের হিসেব-নিকেশকে আরও জটিল করে ফেলেছে। আমরা আরও এক সপ্তাহের জন্য পরিসংখ্যান দেখব এবং এরপর সিদ্ধান্ত নেব।’

ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকার কার্যকারিতা সম্পর্কে তিনি বলেন, ‘এই পর্যায়ে আমার কাছে থাকা সবচেয়ে ভালো বৈজ্ঞানিক উপদেশ হচ্ছে, এক ডোজ নেওয়ার পর টিকা ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কম কার্যকর, তবে দুই ডোজ নেওয়ার পর অনেক বেশি কার্যকর।’