আন্তর্জাতিক

‘মানুষকে করোনার সঙ্গে বাঁচা শিখতে হবে’

বিশ্ব থেকে করোনা একেবারে নির্মূল করা বর্তমানে ‘যৌক্তিক লক্ষ্য’ নয়। মানুষকে এই ভাইরাসের সঙ্গে বেঁচে থাকা শিখতে হবে। রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ড. ডেভিড নাবারো এই মন্তব্য করেছেন।

এর আগে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মহামারি রোগ বিশেষজ্ঞ ড্যাম অ্যান জনসন জানিয়েছিলেন, কোভিড-১৯ এর মতো রোগের সঙ্গে কীভাবে বসবাস করতে হবে তা মানুষকে শিখতে হবে।

স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ড. নাবারো বলেছেন, ‘কীভাবে এই ভাইরাসের সঙ্গে সহাবস্থান করতে হবে, একে নিস্ক্রিয় করতে হবে এবং তারপরে বাড়াতে এবং কী কারণে রোগের হটস্পট সৃষ্টি হয় তা মানুষকে জানতে হবে এবং আমরা অদূর ভবিষ্যতে এটি করতে সক্ষম হব। নির্মূল করা বিশ্বের জন্য বর্তমানে যৌক্তিক লক্ষ্য নয়।’

তিনি বলেন, ‘প্রত্যেকবারই হঠাৎ করে বেড়ে যাওয়ার ঘটনা ঘটে, যেটি কারো মনে শঙ্কা জাগায় নতুন ভ্যারিয়েন্ট হয়তো আসছে। এতে বিস্ময়ের কিছু নেই। এটা ভবিষ্যতের নমুনা হবে। এই ভাইরাস শিগগিরই যাবে না, নানা ভ্যারিয়েন্ট দেখা দেবে।’