আন্তর্জাতিক

শুধু সৌদি নাগরিকরা এবার হজের অনুমতি পাচ্ছেন

করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে হজের নিবন্ধনের অনুমতি দেবে সৌদি আরব। এবার সবমিলিয়ে ৬০ হাজার মুসলিম হজের সুযোগ পাবেন। এরা সবাই সৌদি নাগরিক কিংবা দেশটিতে বসবাসরত বিদেশি।

শনিবার সৌদি স্বাস্থ্য ও হজ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, যারা হজ করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই সংক্রামক রোগমুক্ত হতে হবে। তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। এদের প্রত্যেককেই সৌদির টিকাকরণ ব্যবস্থার আওতায় করোনার টিকাপ্রাপ্ত হতে হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ যাত্রীদের অবশ্যই পুরোপুরি টিকাপ্রাপ্ত হতে হবে কিংবা অন্ততপক্ষে ১৪ দিন আগে করোনার এক ডোজ টিকাপ্রাপ্ত হতে হবে কিংবা করোনার সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর টিকাপ্রাপ্ত হতে হবে।