আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়ালো

করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত এ মহামারিতে প্রাণহানির সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৬ লাখ ১৫ হাজার ৪৮৯জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩৮ জন এবং নতুন আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৪০জন।

নতুন এ হিসেব অনুযায়ী, করোনায় আক্রান্ত ৫৫০ জনের মধ্যে একজন করে প্রাণ হারাচ্ছেন সেখানে।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ৫৫৬ জন এবং মারা গেছেন ৩ লাখ ৭৯ হাজার ৫৬৩ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার ২৬৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।