আন্তর্জাতিক

আধিপত্য বিস্তার করছে ভারতীয় ভ্যারিয়েন্ট

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী জানিয়েছেন, কোভিড-১৯ এর ডেল্টা ভ্যারিয়েন্ট (ভারতীয় ভ্যারিয়েন্ট) এখন বিশ্বে করোনার সব ভ্যারিয়েন্টের ওপর আধিপত্য বিস্তার করেছে।  শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান বলেছেন, ‘সংক্রমণ বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারকারী ভ্যারিয়েন্ট হওয়ার পথে রয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট।

সম্প্রতি ব্রিটিশ গবেষকরা জানিয়েছেন, যুক্তরাজ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে। কেন্টে পাওয়া আলফা ভ্যারিয়েন্টের তুলনায় এই ভ্যারিয়েন্ট ৬০ গুণ বেশি সংক্রামক।

শুক্রবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে রাজধানী মস্কোতে সংক্রমণের হার তিন গুণ বেড়েছে। এভাবে সংক্রমণ বাড়তে থাকলে বিধিনিষেধ আরো কঠোর করা হবে।