আন্তর্জাতিক

এক ডোজ টিকা নিলে হাসপাতালে যাওয়ার ঝুঁকি ৭৫ শতাংশ কমে

ফাইজার কিংবা আস্ট্রাজেনেকার কোভিড-১৯ এর এক ডোজ টিকা করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালে যাওয়ার ঝুঁকি ৭৫ শতাংশ হ্রাস করে। পাবলিক হেলথ ইংল্যান্ডের নতুন এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ এর লক্ষণযুক্ত সংক্রমণের বিরুদ্ধে এক ডোজ টিকা ৪৯ শতাংশ কার্যকর। লন্ডনের কেন্টে পাওয়া আলফা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকারিতার এই প্রমাণ পাওয়া গেছে। তবে অতিসংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এক ডোজ টিকা ৩১ শতাংশ কার্যকর। অবশ্য দুই ডোজ টিকা করোনার লক্ষণযুক্ত সংক্রমণ ৮০ শতাংশ কার্যকর। 

প্রতিবেদনটিতে আরও জানানো হয়েছে, ফাইজার কিংবা আস্ট্রাজেনেকার এক ডোজ টিকা নিলে যে কোনো ভ্যারিয়েন্টে আক্রান্ত ব্যক্তির হাসপাতালে যাওয়ার ঝুঁকি ৭৫ শতাংশ কমায়। দুই ডোজ টিকা নেওয়ার পর করোনার সংক্রমণ নিয়ে হাসপাতালে যাওয়ার ঝুঁকি ৯২ শতাংশ কমে যায়।

গবেষণা প্রতিবেদনের লেখকরা বলেছেন, ‘উভয় টিকার দুই ডোজের পর B.1.617.2 (ডেল্টা) ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকার কার্যকারিতায় সামান্য পার্থক্য ছিল। টিকার কার্যকারিতার সম্পূর্ণ পার্থক্য এক ডোজ দেওয়ার পর চিহ্নিত হয়েছিল।’