আন্তর্জাতিক

করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ চলছে যুক্তরাজ্যে

করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাজ্য। শনিবার দেশটির সরকারের এক বৈজ্ঞানিক উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন।

এমন সময় এই তথ্য জানানো হলো, দেশটিতে এক সপ্তাহে সংক্রমণের হার ৭৯ শতাংশ বাড়ার তথ্য দিয়েছে পাবলিক হেলথ ইংল্যান্ড। হাসপাতালগুলিতেও গত এক সপ্তাহের তুলনায় রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে। যুক্তরাজ্যে সম্প্রতি ডেল্টা ভ্যারিয়েন্ট (ভারতীয় ভ্যারিয়েন্ট) শনাক্তের পর সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এবার তরুণরা বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন। 

সরকারের জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন অ্যান্ড ইমুনাইজেশনের উপদেষ্টা অধ্যাপক অ্যাডাম ফিন জানিয়েছেন, যুক্তরাজ্য ‘নিশ্চিতভাবেই এখন তৃতীয় ঢেউয়ের’ মধ্য দিয়ে যাচ্ছে।

তিনি বলেছেন, ‘এটা ঊর্ধ্বমুখী হচ্ছে, সম্ভবত আমরা কিছুটা আশাবাদী হতে পারি যে, এটা খুব দ্রুত হবে না। তবুও এটি ঊর্ধ্বমুখী। তাই নিশ্চিতভাবেই তৃতীয় ঢেউ চলছে।’

অ্যাডাম বলেন, ‘আমরা সমাপ্তি টানতে পারি যে, প্রতিযোগিতাটা হচ্ছে টিকা কর্মসূচি ও ডেল্টা ভ্যারিয়েন্টের তৃতীয় ঢেউয়ের মধ্যে।

করোনার টিকা ভ্যারিয়েন্টের বিস্তারের গতিকে রুখতে পারবে বলে তিনি আস্থাবান কিনা জানতে চাইলে এই বৈজ্ঞানিক উপদেষ্টা বলেন, ‘না, আমি আত্মবিশ্বাসী নই, তবে আমি মনে করি আশা করার কিছু ভিত্তি আছে।’