আন্তর্জাতিক

কিম জং উনের ওজন কমায় ‘কাঁদছে উত্তর কোরিয়ার মানুষ’

উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের ওজন কমায় দেশটির সব নাগরিকের মন খারাপ। অনেকেই দুঃখে চোখের পানি ফেলেছেন। শুক্রবার দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কেআরটিতে প্রচারিত সাক্ষাৎকারে এক ব্যক্তি এই কথা বলেছেন।

টেলিভিশনে চলতি মাসে উনের বিভিন্ন ভিডিও দেখে বিশ্লেষকরা জানিয়েছেন, ৩৭ বছরের এই নেতা শরীরে ওজন বেশ কমিয়েছেন।

শুক্রবার প্রচারিত সাক্ষাৎকারে অজ্ঞাতনামা ওই ব্যক্তি বলেছেন, ‘সম্মানিত মহাসচিবকে (কিম জং উন) ক্ষীনকায় দেখে আমাদের জনগণের মন একেবারে ভেঙে গেছে। সবাই বলছে তাদের বুকে ফেটে কান্না এসেছে।’

একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, রাজধানী পিয়ংইয়ংয়ের বাসিন্দারা রাস্তায় বড় টেলিভিশনের পর্দায় কিম জং উন ও ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নেতাদের যোগ দেওয়া একটি অনুষ্ঠান দেখছেন। তবে কী কারণে বা কীভাবে উনের ওজন কমলো সে বিষয়ে কোনো তথ্য জানায়নি কেআরটি।