আন্তর্জাতিক

আফগানিস্তান ছেড়েছে ৯০ শতাংশ মার্কিন সেনা

আফগানিস্তান থেকে ৯০ শতাংশের বেশি মার্কিন সেনা প্রত্যাহার শেষ হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আফগানিস্তানে যেসব সেনা মোতায়েন ছিল তার ৯০ শতাংশের বেশি যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন সাতটির বেশি ঘাঁটি আনুষ্ঠানিকভাবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত এপ্রিলে আফগানিস্তানে অবস্থানরত প্রায় ১০ হাজার বিদেশি সেনাকে আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পরিপ্রেক্ষিতে ১ মে থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়। গত শুক্রবার দেশটি প্রধান ঘাঁটি বাগরাম থেকে চলে যায় মার্কিন সেনারা। মঙ্গলবার আফগান বাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কোনো রকম বার্তা না দিয়ে রাতের আঁধারে চুপিসারে বাগরাম ছেড়েছে মার্কিন সেনারা।