আন্তর্জাতিক

স্ত্রীর কাছ থেকে সন্তানদের ফিরে পেতে স্বামীর অনশন

তিনি ফরাসি নাগরিক। বিয়ে করেছেন এক জাপানি নারীকে। তার দাবি, দুই সন্তানকে স্ত্রী অপহরণ করে নিয়ে গেছে। সন্তানদের ফিরে পেতে এখন তিনি অনশন করছেন জাপানের রাজধানী টোকিওতে।

৩৯ বছরের ভিনসেন্ট ফিচট ১৫ বছর ধরে জাপানে বাস করছেন। তার ছয় বছরের ছেলে ও চার বছরের কন্যা সন্তান রয়েছে। পারিবারিক সহিংসতার অভিযোগে ফিচটের বিরুদ্ধে মামলা করেছিলেন তার স্ত্রী। ফিচটের দাবি, তার স্ত্রী পরে সেই মামলা প্রত্যাহার করে নিয়েছিল।

টোকিওর একটি রেলস্টেশনের সামনে অনশনরত ফিচট বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমি সবকিছু ত্যাগ করেছি, গত তিন বছরে চাকরি ও সঞ্চয় হারিয়েছি। আমার ওজন এখন ৮০ কেজি এবং এর সবটুকু আমি ত্যাগ করব।’ 

সন্তানদের ফিরে পেতে ফরাসি ও জাপানি কর্তৃপক্ষের সহযোগিতা চান ফিচট।

তিনি বলেন, ‘আমি চাই ফরাসি কর্তৃপক্ষ দেখাক, তারা এ ব্যাপারে গুরুত্ব দিচ্ছে, তারা সত্যিকারার্থে আমার সন্তানদের রক্ষা করতে চায় এবং আমার সন্তানদের অধিকার রক্ষায় সম্মত না হলে তারা জাপানের বিরুদ্ধে নিষেধজ্ঞা আরোপ করবে।’

স্ত্রীকে ফেরাতে সবকিছু করেছেন জানিয়ে ফিচট বলেন, ‘আমি সব চেষ্টা করেছি। আমি আমার স্ত্রীকে বোঝানো চেষ্টা করেছি যে, এটা সন্তানদের জন্য ভালো নয়।’

তালাক কিংবা বিচ্ছেদের পর বাবা-মা উভয়ের হেফাজতে সন্তান থাকার বৈধতা জাপানে নেই। আর এ কারণে বাবা কিংবা মায়ের হাতে সন্তান অপহরণের ঘটনা জাপানে সাধারণ এবং কর্তৃপক্ষও বিষয়টি প্রায় মেনে নেয়।

ফিচট জানিয়েছেন, তিনি রাত-দিন অনশন করবেন। পুলিশ যদি তাকে ধাওয়া করে তাহলে তিনি অন্য কোথাও গিয়ে অনশন করবেন। তার দৈনিন্দন পরিস্থিতি মানুষকে জানানোর জন্য তিনি ফেসবুকে প্রতিদিন ভিডিও পোস্টের পরিকল্পনা করছেন।