আন্তর্জাতিক

টিকা সরবরাহ বন্ধ করে দিয়েছিল ভারত

করোনার দ্বিতীয় দফা ঢেউ শুরু হওয়ার পর বিশ্বের অন্যান্য দেশে টিকা সরবরাহ বন্ধ করে দিয়েছিল ভারত। এর ফলে বিশ্বে টিকার সংকট দেখা দিয়েছিল।  মার্কিন কংগ্রেস কমিটিকে ইউএসএইড প্রশাসক সামান্থা পাওয়ার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘ডেল্টা ভ্যারিয়েন্ট যখন ছড়ানো শুরু করেছিল তখন বিশ্বে টিকার সরবরাহ সংকট দেখা দেয়। কারণ যে কোটি কোটি ডোজ টিকা কোভ্যাক্সকে দেওয়ার কথা ছিল ভারতের সিরাম ইনিস্টিটিউট তা প্রত্যাহার করে নেয়,যার ফলে ইউরোপ এখনও মহামারির তীব্রতার মধ্যে আছে, এখন আশা করা যাচ্ছে, গুহার শেষ প্রান্তে আলোর দেখা মিলবে।’

সামান্থা পাওয়ার জানান, যুক্তরাষ্ট্রের টিকার স্বল্পতা শিগগিরই কেটে যাবে। কারণ ওয়াশিংটন ফাইজারের টিকা কিনেছে এবং এটি আগস্টে অনলাইনে আসা শুরু করবে।

তিনি বলেন, ‘কোভাক্সের এই অবস্থার কারণ হচ্ছে, দ্বিতীয় ডোজ হিসেবে ও স্বাস্থ্য কর্মীদের জন্য বরাদ্দ টিকাগুলো ভারত প্রত্যাহার করে নিয়েছিল। এর ফলে কোভাক্স তৃতীয় পর্যায়ে এসে তাদেরকে জটিল অবস্থায় দেখতে পায়।’