আন্তর্জাতিক

এবার যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে

করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এবার যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে। শুক্রবার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ তথ্য জানিয়েছে।

সিডিসির পরিচালক রচেল ওয়ালেনস্কি জানিয়েছেন, গত সপ্তাহের তুলনায় করোনায় সংক্রমণ ৭০ শতাংশ বেড়েছে। একই সময় মৃত্যুর হার বেড়েছে ২৬ শতাংশ।  যেসব এলাকায় টিকা দেওয়ার হার কম সেসব এলাকাতেই অধিকাংশ সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটছে।

তিনি বলেছেন, ‘এটা টিকা না পাওয়াদের মহামারি হতে যাচ্ছে।’

এর আগে বৃহস্পতিবার এনবিসি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রচেল বলেছিলেন, ‘আমি মনে করি পরিস্থিতি আরও বাজে হতে পারে। এ কারণেই এটা যাতে না ঘটে তা নিশ্চিত করতে যা যা করার তার সবকিছুই আমরা করছি। আমাদের সংক্রমণ বাড়ছে তা আমি দেখতে চাই না। যে হারে সংক্রমণ ঘটছে এখন তা গত কয়েক মাসেও হয়নি। আমি অত্যন্ত উদ্বিগ্ন।

প্রসঙ্গত, বিশ্বে এখনও করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। সর্বশেষ গত মে মাসে দেশটিতে দৈনিক সংক্রমণ হাজারের নিচে নেমে এসেছিল।