আন্তর্জাতিক

ইঁদুর ঢুকলো পার্লামেন্টে, লম্ফঝম্ফ আইনপ্রণেতাদের

বেশ গুরুত্বপূর্ণ ইস্যুতে ভোট দিতে যাচ্ছিলেন স্পেনের আন্দালুসিয়ার পার্লামেন্টের সদস্যরা। তবে তাদের সেই কাজে বাগড়া দিয়েছে ছোট্ট একটি ইঁদুর। শুধু তা-ই নয়, পার্লামেন্টের সদস্যদের লম্ফঝম্ফ করিয়ে ছেড়েছে মূষিক বাবাজি।

টিথার্টিন নামের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সুসনানা দিয়াজকে আঞ্চলিক সিনেটর নির্বাচিত করা হবে কিনা বুধবার সে বিষয়ে পার্লামেন্টের সদস্যদের ভোটপর্ব চলছিল। এসময় স্পিকার মার্তা বসকিউট একটি ইঁদুর দেখতে পেয়ে চিৎকার দিয়ে ওঠেন ও তার মুখে হাত দেন। পরে পার্লামেন্টের অন্য সদস্যরা ছুটোছুটি শুরু করে দেন। কেউ কেউ আবার চেয়ারের ওপর হাঁটু উঠিয়ে দিয়ে ইঁদুরটি কোথায় আছে খুঁজতে শুরু করেন। পরে অবশ্য ইঁদুরটিকে ধরতে সক্ষম হন পার্লামেন্টের এক সদস্য।

ইঁদুরটিকে বের করে নেওয়ার পর পুনরায় শুরু হয় পার্লামেন্টের অধিবেশন। লম্ফঝম্ফের কারণে পার্লামেন্ট সদস্যরা পরে নিজেরাই একচোট হাসাহাসি করেন।