আন্তর্জাতিক

এবার মামলা ও জরিমানার কবলে লকডাউন বিরোধীরা

বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে পর এবার জরিমানার কবলে পড়েছেন অস্ট্রেলিয়ার লকডাউন বিরোধীরা। বিক্ষোভকারীদের আচরণকে ‘সহিংস, নোংরা, ও ঝুঁকিপূর্ণ আচরণ’ বলে মন্তব্য করেছেন পুলিশের এক উপকমিশনার।

রোববার প্রধানমন্ত্রী স্কট মরিসন আগের দিনের লকডাউন বিরোধী বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেছেন, বিক্ষোভকারীরা ‘স্বার্থপর ও আত্মবিধ্বংসী।’

তিনি বলেছেন, এটি কোনো উদ্দেশ্য হাসিল করতে পারবে না। এটা দ্রুত লকডাউনের সমাপ্তি টানতে পারবে না।’

বিবিসি জানিয়েছে, গোয়েন্দারা এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং পুলিশের দেহে থাকা ক্যামেরার মাধ্যমে লকডাউনে বিক্ষোভকারীদের চিহ্নিত করছেন। যারা বাড়িতে থাকার নির্দেশ অমান্য করেছে তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনা হবে। 

পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা ৫১০ জনকে জরিমানা করেছেন। ৫৭ জনের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ আনা হয়েছে, এদের মধ্যে দুজন পুলিশের ঘোড়াকে আঘাত করেছিল।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে শনিবার ব্যাপক বিক্ষোভ হয়। দেশটির সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে অনুষ্ঠিত বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেয়।