আন্তর্জাতিক

টিকাপ্রাপ্তদের মাধ্যমে অন্যরাও করোনায় সংক্রমিত হতে পারেন

টিকা পাওয়া ব্যক্তিরা করোনায় সংক্রমিত হলে তাদের মাধ্যমে অন্যরাও সংক্রমণের শিকার হতে পারেন। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) তাদের এক অভ্যন্তরীণ নথিতে এ তথ্য জানিয়েছে।

সিডিসির নথিটি দেখেছিলেন ইমোরি ভ্যাকসিন সেন্টারের প্রধান ডা. ওয়াল্টার ওরিনস্টেইন সিএনএনকে বলেছেন, ‘মূল কথাটি হচ্ছে, অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায়, টিকাপ্রাপ্ত মানুষ অসুস্থ না হলেও সংক্রমিত হয় এবং সংক্রমিত রোগীদের মতো একই মাত্রায় ভাইরাস ছড়ায়।’ তবে টিকা প্রাপ্তরা তুলনামুলকভাবে নিরাপদ বলে জানিয়েছেন তিনি।

সিডিসির ওই নথিতে বলা হয়েছে, ‘টিকা রোগের তীব্রতা ৯০ শতাংশের বেশি হ্রাস করে। তবে সংক্রমণ প্রতিরোধে কম কার্যকর হতে পারে। তাই টিকা দেওয়ার পরও অনেক বেশি সংক্রমণের ঘটনা ঘটছে।’

এতে জানানো হয়েছে, করোনায় মৃত্যুঝুঁকি ১০ গুণ বেশি এবং পুনরায় সংক্রমণ ঝুঁকি তিন গুণ হ্রাস করে টিকা।

সিডিসি বলেছে, যুক্তরাষ্ট্রজুড়ে বিস্তার ঘটাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। করোনার এই ভ্যারিয়েন্ট এতোটাই সংক্রামক যে, এটি গুটি বসন্তের মতোই সহজেই বিস্তার ঘটাচ্ছে।