আন্তর্জাতিক

আফগানিস্তানে জাতিসংঘের দপ্তরে হামলা

আফগানিস্তানের পশ্চিমের প্রদেশ হেরাতের রাজধানীতে জাতিসংঘের দপ্তরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছে। শুক্রবার জাতিসংঘের অ্যাসিসট্যান্স মিশন ইন আফগানিস্তান (ইউএনএএমএ) এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, তালেবানরা হেরাত শহরে আঘাত হানার পরপর জাতিসংঘের দপ্তরে হামলা শুরু হয়। এসময় রকেট থেকে গ্রেনেড ও গুলি ছোড়া হয়। 

এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, তারা হামলা ও ক্ষয়ক্ষতির বিশদ বিবরণ অনুসন্ধান করছেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

জাতিসংঘের দপ্তরে কে বা কারা হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে নগরীতে সব পশ্চিমা কূটনীতিক মিশনগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে এক কূটনীতিক জানিয়েছেন।

আফগানিস্তানে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত দিবোরাহ লিয়নস বলেছেন, ‘জাতিসংঘের ওপর হামলা লজ্জাজনক এবং আমরা এর তীব্র নিন্দা জানাই।’