আন্তর্জাতিক

পিয়ানো বাদক বিড়াল!

পশু-পাখিদের অনেক প্রজাতি মানুষের খুব কাছের ও বিশ্বস্ত সঙ্গী। যারা জীবজন্ত পালন করেন, তাদের কাছে এরা পরিবারের সদস্যের মতই ব্যবহার পেয়ে থাকে। এদের অনেকেই আবার অনুকরণ করে মানুষের মতই কর্মকান্ড ঘটায়। 

সম্প্রতি এমনই এক ভিডিও নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে যা হাজারো নেটিজেনদের মন জয় করেছে। ভাইরাল হওয়া ভিডিওটি যারাই দেখেছেন, তারা অবাক হয়েছেন তো বটেই, পাশাপাশি তাদের ভালোবাসা ও আবেগও প্রকাশ করেছেন। 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি সাদা রঙয়ের বিড়াল গভীর মনোযোগ দিয়ে পিয়ানো বাজাচ্ছে। সে এতটাই মনোযোগী যে এক সেকেন্ডের জন্যও ডানে বায়ে পর্যন্ত তাকাচ্ছে না। মনের আনন্দে সুর তুলে যাচ্ছে। প্রানীদের সঙ্গীতের প্রতি আকর্ষন এর আগেও দেখা গেছে। সুরের তালে নাচতেও দেখা গেছে তাদেরকে। কিন্তু একেবারে যন্ত্রীর কায়দায় বাদ্যযন্ত্র বাজানোর দৃশ্য বোধকরি এই প্রথমই নজরে এলো।

ভিডিওটি এখন পর্যন্ত বহুবার শেয়ার করা হয়েছে। টুইট হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার দিয়ে একজন লিখেছেন, সত্যিই বিড়ালটির অনেক প্রতিভা রয়েছে।

This cat is really talented.. #caturday pic.twitter.com/M9SiR5TspM

— Buitengebieden (@buitengebieden_) July 31, 2021

তথ্যসুত্র: ইন্ডিয়া ডট কম।