আন্তর্জাতিক

আরব সাগরে তেল ট্যাংকার আটক ইরানের

ইরান সমর্থিত বাহিনী সংযুক্ত আরব আমিরাতের উপকূলে একটি তেলবাহী জাহাজ আটক করেছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্স জানায়, সমুদ্র নিরাপত্তা বিষয়ক তিনটি সূত্রমতে ওই এলাকায় ‘সম্ভাব্য ছিনতাই’ এর ঘটনা ঘটেছে বলে ব্রিটেনের সামুদ্রিক বাণিজ্য সংস্থা দাবী করেছে।

সূত্রগুলো জানায়, পানামার পতাকাবাহী এসফেল্ট বা বিটুমিন বহনকারী ওই ট্যাংকারটি আরব সাগর হয়ে হরমুজ প্রণালীর দিকে যাচ্ছিল।

এদিকে এর আগে ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে বেশ কয়েকটি জাহাজের জড়িত নিরাপত্তাজনিত ঘটনা "সন্দেহজনক"।

ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ‘মিথ্যার পরিবেশ’ তৈরির যে কোনো প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছে দেশটি।

এর আগে গত সপ্তাহে ওমান উপকূলে ইসরায়েলের নিয়ন্ত্রিত তেলবাহী এক জাহাজে হামলায় দুই ক্রু নিহত হয়। ওই ঘটনায়, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ব্রিটেন ইরানকে দোষারোপ করেছিল। তবে ইরান ওই হামলার দায় অস্বীকার করে।