আন্তর্জাতিক

করোনার টিকার বুস্টার ডোজ স্থগিতের আহ্বান

করোনার টিকার বুস্টার ডোজ স্থগিতের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস বলেছেন, অন্তত পক্ষে আগামী সেপ্টেম্বর পর্যন্ত যেন এটি স্থগিত রাখা হয়। 

আধানাম জানিয়েছেন, বুস্টার ডোজ স্থগিত রাখলে বিশ্বের সব দেশের অন্তত আরও ১০ শতাংশ মানুষ টিকা পাবে।

তিনি বলেছেন, ‘ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে নিজেদের নাগরিকদের রক্ষার জন্য সব সরকারের উদ্বেগের বিষয়টি আমি বুঝতে পারছি। কিন্তু যেসব দেশ ইতোমধ্যে বৈশ্বিক টিকা সরবরাহের অধিকাংশই ব্যবহার করেছে, তাদের আরও বেশি ব্যবহার আমরা মানতে পারি না।’

গত মে মাসে বিশ্বের ধনী দেশগুলো প্রতি ১০০ জনে প্রায় ৫০ ডোজ টিকা দিয়েছে। এরপর থেকে এই ডোজের সংখ্যা দ্বিগুণ হয়েছে। বিপরীত দিক থেকে নিম্নআয়ের দেশগুলোতে প্রতি ১০০ জনে মাত্র ১ দশমকি ৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। 

আধানম বলেছেন, ‘আমাদের দ্রুত পরিবর্তন প্রয়োজন, ধনী দেশগুলোতে অধিকাংশ টিকা যাওয়ার পরিবর্তে নিম্নআয়ের দেশগুলোতে অধিকাংশ টিকা যাওয়া প্রয়োজন।’