আন্তর্জাতিক

হেবরনের মসজিদে ইসরায়েলের হামলা

ইসরায়েলি সেনা সদস্যরা হেবরন শহরের ইব্রাহিমি মসজিদে হামলা চালিয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর ইসরায়েলি সেনা সদস্যরা মুসল্লিদের ওপর সাউন্ড বোমা ও কাদানে গ্যাস দিয়ে হামলা চালায়।

আল-জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলিরা ইব্রাহিমি মসজিদের বেশ কিছু বিষয় পাল্টাতে এক প্রকল্প হাতে নেয়। আর তা প্রত্যাখ্যান করতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মুসল্লিদের প্রতি আহ্বান জানায়। সে আহ্বানে সাড়া দিতে পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি ওই মসজিদে জুমার নামাজ পড়তে জড়ো হন।

মসজিদটির পরিচালক শায়খ হেফজি আবু স্নেইনা জানান, পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি জুমার নামাজে অংশ নিয়েছিলেন। নামাজের পর ইসরায়েলি সেনাসদস্যরা মসজিদের গেটে উপস্থিত হয়। পরে তারা মুসল্লিদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড বোমা ব্যবহার করে।

এর আগে গত বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হেবরন শহরের অন্য সব মসজিদ বন্ধ ঘোষণা করে। মুসল্লিদের ইব্রাহিমি মসজিদে জুমার নামাজ আদায় করার আহ্বান জানায়। ইসরায়েলিদের দখলদারিত্বের নিন্দা জানানোর অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়।