সোমবার পদত্যাগ করতে যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। স্থানীয় সংবাদমাধ্যম মালয়েশিয়াকিনির বরাত দিয়ে রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের জোট থেকে বের হয়ে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন মুহিদ্দিন। সোমবার পদত্যাগ করলে প্রধানমন্ত্রীর দপ্তরে তার থাকার সময় হবে মাত্র ১৭ মাস। এই সময়ের মধ্যে মালয়েশিয়ার অর্থনীতিকে অনিশ্চিত গন্তব্যে ঠেলে দিয়েছেন তিনি। এছাড়া করোনা মহামারি পরিস্থিতিও তিনি যথার্থভাবে সামাল দিতে পারেননি। জনসমর্থন কমে যাওয়ায় গত মাসেই বিরোধী দলগুলো মুহিদ্দিনের ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়।
রয়টার্স জানিয়েছে, মুহিদ্দিন পদত্যাগ করলে কে সরকার প্রধান হবেন তা এখনও স্পষ্ট হয়নি। কারণ, পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কোনো দলই নেই। এছাড়া এই মহামারিকালে মালয়েশিয়া জাতীয় নির্বাচনে যাবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতিতে পরবর্তী কী হবে তা নির্ধারণ করবেন দেশটির রাজা আল সুলতান আব্দুল্লাহ।
প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী মোহাম্মদ রেজুয়ান ইউসুফ জানিয়েছেন, সোমবার মুহিদ্দিন তার পদত্যাগ পত্র রাজার কাছে জমা দেবেন। এই পদত্যাগের বিষয়টি মুহিদ্দিন তার দলের নেতাদের কাছে ইতোমধ্যে জানিয়েছেন।