আন্তর্জাতিক

মুক্তি পেয়েছে ১৫০ ভারতীয়

আফগানিস্তানে তালেবানের কাছ থেকে মুক্তি পেয়েছে ১৫০ ভারতীয়। শনিবার কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

দেশে ফিরে আসার জন্য কাবুল বিমানবন্দরে যাচ্ছিলেন ভারতীয়সহ দেড় শতাধিক মানুষ। বিমানবন্দরে প্রবেশের আগে জিজ্ঞাসাবাদ ও ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র তল্লাশির জন্য তাদেরকে কাছেরই একটি থানায় নিয়ে যায়। এসময় নিউ ইয়র্ক টাইমসসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানায়, এই মানুষগুলোকে অপহরণ করেছে তালেবান। তবে তালেবান এই অভিযোগ প্রত্যাখ্যান করে।

বেশ কয়েক ঘণ্টা পর জানানো হয়, মুক্তি পেয়েছে ভারতীয়সহ সেই দেড়শতাধিক ‘অপহৃত।’

ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, তাদেরকে কাবুল থেকে দ্রুত এয়ার লিফট করা হবে।

গত সপ্তাহে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কাবুল থেকে দূতাবাসের সব কর্মীকে দেশে ফিরিয়ে এনেছে ভারত। তবে এখনও আফগানিস্তানে প্রায় এক হাজার ভারতীয় রয়ে গেছে। তাদেরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালাচ্ছে ভারত।