আন্তর্জাতিক

আফগানিস্তানে বিশ্ব ব‌্যাংকের সহায়তা স্থগিত

তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর সহায়তা দেওয়া স্থগিত করেছে বিশ্ব ব‌্যাংক।

বুধবার (২৫ আগস্ট) বিবিসি’র এক খবরে এ তথ‌্য জানানো হয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আফগানিস্তানে সহায়তা দেওয়া স্থগিত করার পর কিছু দিনের মধ‌্যেই বিশ্ব ব‌্যাংক এ ঘোষণা দিলো।

এদিকে, বাইডেন প্রশাসনও আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের যে সম্পদ যুক্তরাষ্ট্রে আছে তা যেন তালেবানের কাছে না পৌঁছায় সেই ব‌্যবস্থা গ্রহণ করেছে।

বিশ্ব ব‌্যাংকের মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আমরা আফগানিস্তানে সহায়তা স্থগিত করেছি। আমাদের অভ্যন্তরীণ নীতি এবং পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ অব্যাহত রাখছি।’  

এদিকে, আফগানিস্তান দখলের পর তালেবান তাদের দুই মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করেছে। দুই মন্ত্রীর এক জনকে অর্থ ও অপরজনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী করা হয়েছে গুল আগাকে এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে সদর ইব্রাহিমকে। এছাড়া গোয়েন্দাপ্রধান হবেন নাজিবুল্লাহ।