আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরে একটি নয়, দুটি বোমার বিস্ফোরণ

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি নয় বরং অন্তত দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এ তথ্য জানিয়েছেন।

এক টুইটে তিনি বলেছেন, ‘আমরা নিশ্চিত করছি যে, অ্যাবি গেটে বিস্ফোরণটি একটি জটিল আক্রমণের ফলাফল ছিল যার ফলে অনেক মার্কিন ও বেসামরিক মানুষ হতাহত হয়েছে। আমরা আরও নিশ্চিত করছি, অ্যাবি গেটের অল্প দূরে অবস্থিত ব্যারন হোটেলের কাছে অন্তত আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’

তিন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, অ্যাবি গেটের প্রবেশ মুখে যে বিস্ফোরণটি ঘটেছে সেটি আত্মঘাতী হামলা হতে পারে।

বিবিসি জানিয়েছে, অ্যাবি গেটের প্রবেশে মুখে বিস্ফোরণের পর দ্বিতীয় বোমার বিস্ফোরণটি ঘটে। এসময় গোলাগুলির ঘটনাও ঘটেছে।