আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত তালেবান

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রস্তুত তালেবান। রোববার এক তালেবান কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তালেবানের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা প্রস্তুত রয়েছেন।

তিনি বলেছেন, ‘উভয়পক্ষেরই দ্রুত হস্তান্তরের লক্ষ্য রয়েছে, তাই কাবুল বিমানবন্দরের পূর্ণ নিরাপদ নিয়ন্ত্রণের জন্য আমেরিকানদের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় আছি আমরা।’

পশ্চিমা এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, নতুন করে আরও একটি হামলা হতে পারে বলে সতর্কবার্তা দেওয়ার পর বিমানবন্দরে ভিড় কমেছে। 

গত বৃহস্পতিবার বিমানবন্দরের প্রবেশ পথে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ শতাধিক মানুষ নিহত হয়। ইসলামিক স্টেট অব খোরাসান এই হামলার দায় স্বীকার করেছে। শুক্রবার যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালায় গোষ্ঠীটির ঘাঁটিতে।