আন্তর্জাতিক

কাবুলে মার্কিন হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ইসলামিক স্টেট খোরাসানের এক সদস্যের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। সে কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালাতে যাচ্ছিল। ড্রোন থেকে চালানো ওই রকেট হামলায় হামলাকারী নিহত হয়েছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, আফগানিস্তানের বাইরে থেকে পরিচালিত পাইলটবিহীন যুদ্ধবিমানটি দিয়ে অভিযান পরিচালনা করা হয়। হামলার পর যে বিস্ফোরণটি হয়েছে তাতে দেখা গেছে, হামলারী বিপুল পরিমাণ বিস্ফোরক বহন করছিল। 

 ইসলামিক স্টেট খোরাসান এমন সময় এই হামলা চালাতে যাচ্ছিল, যখন মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ শতাধিক নিহত হয়।  ইসলামিক স্টেট খোরাসান এই হামলার দায় স্বীকার করেছে।