আন্তর্জাতিক

নিউ জিল্যান্ডের সুপার মার্কেটে সন্ত্রাসী হামলা, আহত ৬

নিউ জিল্যান্ডের অকল্যান্ডে একটি সুপারমার্কেটে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী ওই ব্যক্তি। স্থানীয় সময় শুক্রবার (৩ সেপ্টেম্বের) ২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

এদিকে, দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, এ ঘটনা ‘সন্ত্রাসী হামলা’ ।

এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, নিউ লিনেন সুপারমার্কেটে ঢুকে এক ব্যক্তি ছুরিকাঘাত করে ছয়জনকে আহত করে। এক পর্যায়ে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শে সে উদ্বুদ্ধ হয়েছিল। হামলাকারী শ্রীলঙ্কার নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী মার্কেটের একটি দোকানের আলমারি থেকে ছুরি নিয়ে আশপাশের সবাইকে নির্বিচারে আঘাত করতে শুরু করে। ষষ্ঠজনকে আঘাত করার অল্প সময়ের মধ্যে তাকে গুলি করে পুলিশ।