আন্তর্জাতিক

পঞ্জশিরের রাজধানীতে প্রবেশ করতে যাচ্ছে তালেবান

প্রতিরোধ বাহিনীর দখলে থাকা আফগানিস্তানের পঞ্জশির প্রদেশের রাজধানীতে প্রবেশ করতে যাচ্ছে তালেবান। রোববার গোষ্ঠীটির মুখপাত্র এক টুইটে এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র বিলাল কারিমি জানিয়েছেন, পঞ্জশিরের রাজধানী বাজারাকের লাগোয়া রাখাহ জেলা তারা দখল করেছে। বিরোধী বাহিনীর বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছে। বাজারাক দখলে লড়াই চলছে।

এর আগে রোববার সকালে অবশ্য প্রতিরোধ বাহিনীর মুখপাত্র ফাহিম দাশতি দাবি করেছিলেন, ভুল বার্তা ছড়াতে তালেবান মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা করছে।

নিরপেক্ষে কোনো সূত্র থেকে কোনো পক্ষের দাবিরই সত্যতা নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

তবে পঞ্জশিরের আনাবাহ জেলায় একটি পঙ্গু হাসপাতাল পরিচালনাকারী ইতালির দাতব্য সংস্থা ইমার্জেন্সি শনিবার জানিয়েছিল, তালেবানরা আনাবাহ জেলায় পৌঁছে গেছে।