আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা পার্লামেন্টে অনুমোদন

চরম খাদ্য সংকট দেখা দেওয়ায় শ্রীলঙ্কার সরকার দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে। এদিকে দেশটির পার্লামেন্টে জরুরি অবস্থা অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আল-জাজিরা এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, খাদ্য সংকট দেখা দেওয়ায় শ্রীলঙ্কার পরিস্থিতি এতটাই খারাপ যে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে গত ৩১ আগস্ট দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। 

গোতাবায়া রাজাপাকসে বলেন, চিনি, চালসহ অন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য মজুত ঠেকাতে জরুরি আইন কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে সরকারি কর্মকর্তারা ব্যবসায়ীদের মজুত করা খাদ্য জব্দ, মজুতকারীকে গ্রেফতার ও সরকার পণ্যের মূল্য নির্ধারণের ক্ষমতা পেয়েছে।