আন্তর্জাতিক

কাবুলে তালেবানবিরোধী বিক্ষোভে গুলি

আফগানিস্তানে নারী অধিকারের দাবি ও তালেবানের শাসনের নিন্দা জানিয়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে গুলি ছুড়েছে তালেবান। 

রোববার রাজধানী কাবুলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রচণ্ড গোলাগুলির শব্দ পাওয়া গেছে এবং মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড় দিচ্ছেন।

বিবিসি জানিয়েছে, কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। বিক্ষোভকারীরা পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। অনেক বিক্ষোভকারীর বিশ্বাস তালেবানকে ক্ষমতায় ফেরাতে সমর্থন ও সহযোগিতা করেছে পাকিস্তান। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করেছে।

বিবিসির কাছে পাঠানো এক ভিডিওতে দেখা গেছে, তালেবান যোদ্ধারা ফাঁকা গুলি ছুড়ছে। কিছু সাংবাদিককে বিক্ষোভের চিত্রগ্রহণে বাধা দেওয়া হয়। আফগান সংবাদমাধ্যম তোলো নিউজসহ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

গত সপ্তাহেও তালেবানের শাসনের বিরুদ্ধে আফগান নারীরা বিক্ষোভ করেছিল। তবে মঙ্গলবার তাদের সঙ্গে পুরুষরাও যোগ দিয়েছে।