আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দর থেকে উড়লো আন্তর্জাতিক ফ্লাইট

তালেবান আফগানিস্তান দখলের পর প্রথম আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট কাবুল বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে। বৃহস্পতিবার কাতারের পরররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

গত মাসে মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরকে সচল করতে তালেবানকে সহযোগিতা করে যাচ্ছে কাতার। পাশাপাশি তুরস্কও এ ব্যাপারে সহযোগিতার ঘোষণা দিয়েছে।

পাকিস্তান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেইখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-থানি বলেছেন, ‘গত কয়েক দিন কাবুল বিমানবন্দরের কার্যক্রম পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। আমরা আধা ঘণ্টা আগে পপ্রথম যাত্রীবাহী বিমান ওড়াতে সক্ষম হয়েছি।’

প্রথম আন্তর্জাতিক ফ্লাইটের গন্তব্য কোথায় কিংবা যাত্রীদের সম্পর্কে বিশদ তথ্য জানাননি কাতারের পররাষ্ট্রমন্ত্রী। তবে এর আগে বৃহস্পতিবার সকালে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, ২০০ বিদেশিকে ভাড়া করা বিমানে আফগানিস্তান ত্যাগের অনুমতি দিয়েছে তালেবান সরকার। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। কাবুল বিমানবন্দর থেকে ছাড়া প্রথম ফ্লাইটেই তাদের যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।