আন্তর্জাতিক

অসুস্থতা নিয়েও আদালতে সু চি

অসুস্থতা নিয়েও মঙ্গলবার আদালতে হাজির হয়েছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি।  মঙ্গলবার আইনজীবীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত পহেলা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। গৃহবন্দি করা হয় ৭৬ বছরের সু চিকে। পরে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা করে সেনা সরকার। সোমবার মাথা ঝিমঝিম ও অবসাদের কারণ দেখিয়ে আদালতে হাজির হননি সু চি। মঙ্গলবার তাকে অজ্ঞাত স্থান থেকে আদালতে হাজির করা হয়।

সু চির আইনজীবী প্যানেলের প্রধান খিন মং জ এক ক্ষুদে বার্তায় রয়টার্সকে বলেছেন, ‘অং সান সু চি কিছুটা সুস্থ হয়েছেন, তবে তিনি জানিয়েছেন, তার এখনও মাথা ঝিমঝিম ভাব রয়েছে।’