আন্তর্জাতিক

কাবুলে মসজিদের কাছে বিস্ফোরণ, বহু প্রাণহানির শঙ্কা

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের বাইরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৩ অক্টোবর) বিকেলে তালেবান সরকার এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

খবরে বলা হয়, কাবুলের ঈদগাহ মসজিদকে লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়, যেখানে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের স্মরণে একটি দোয়া অনুষ্ঠান চলছিল। জাবিহুল্লাহর মা গত সপ্তাহে মারা যান।

আব্দুল্লাহ নামে স্থানীয় এক দোকানদার এএফপিকে বলেন, আমি ঈদগাহ মসজিদের কাছে গুলির পর বিস্ফোরণের শব্দ শুনেছি। বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে তালেবানরা মসজিদের রাস্তা বন্ধ করে দিয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।