আন্তর্জাতিক

ইইউ প্রতিনিধিদের সঙ্গে তালেবানদের বৈঠক আজ

অ্যামেরিকা, জার্মানির পর এবার ইইউ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তালেবান নেতারা। মঙ্গলবার (১২ অক্টোবর) দোহায় ইইউর প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

দোহায় সোমবার সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউমেনিটেরিয়ান স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে এই বৈঠকের কথা জানান আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ও তালেবান নেতা মোল্লা আমির খান মুত্তাকি।

মঙ্গলবার (১২ অক্টোবর) ডয়চে ভেলে ও হিন্দুস্থান টাইমস জানায়, দোহা বৈঠক সম্পর্কে আমির খান মুত্তাকি জানান, তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতে চান। বিশেষ কোনো দেশকে আনুকূল্য প্রদান ও কোনো দেশের সঙ্গে বৈরিতার সম্পর্কে জড়ানোর নীতি তারা গ্রহণ করবেন না।

মুত্তাকি বলেন, আমরা একটা ভারসাম্যের নীতি নিয়ে চলতে চাই। একমাত্র এই নীতিই আফগানিস্তানকে সামনে এগিয়ে নিয়ে যাবে। 

ইইউ এর মুখপাত্র নবিলা মাসরালি বলেন, আলোচনার মানে এটা নয় যে, ইইউ আফগানিস্তানকে কূটনৈতিক স্বীকৃতি দিচ্ছে। নারীদের অধিকার নিয়ে কথা হবে, আফগানিস্তানকে সাহায্য দেওয়া নিয়েও কথা হবে।

এর আগে কাতারের দোহায় স্থানীয় সময় শনিবার ও রোববার প্রথমবারের মতো তালেবানের নতুন সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।এরপর সোমবার তাদের সঙ্গে বৈঠক করে জার্মানির প্রতিনিধিরা।