আন্তর্জাতিক

সাপের কামড় দিয়ে স্ত্রীকে হত্যা

সাপের কামড় দিয়ে স্ত্রীকে হত্যা করায় ভারতে এক ব্যক্তিকে দ্বিগুণ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কাউকে হত্যার দায়ে দ্বিগুণ যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ভারতে বিরল। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

গত বছর স্ত্রী উথরা সাপের কামড়ে মারা যাওয়ার পর সুরজ কুমারকে গ্রেপ্তার করে পুলিশ।

উথরা পরিবারের সদস্যরা দাবি করেছিল, যৌতুকের দাবিতে উথরার ওপর নির্যাতন চালাতো সুরজ। মারা যাওয়ার কয়েক সপ্তাহ আগে উথরাকে বিষাক্ত প্রজাতির সাপ রাসেল ভাইপার ছোবল মেরেছিল। দ্রুত চিকিৎসা নেওয়ায় সে ওই দফা প্রাণে বেঁচে যায়। দ্বিতীয় দফায় সাপের কামড়ের খবর পাওয়ায় তাদের সন্দেহ স্ত্রীকে হত্যা করেছে সুরজ।

তদন্তকারীরা জানান, গত বছরের মে মাসের কোনো এক রাতে উথরা যখন ঘরে ঘুমিয়েছিল তখন তার বিছানায় গোখরো সাপ ছেড়ে দেয় সুরজ। ওই সাপের কামড়েই তার মৃত্যু হয়।

লাইভ ল নামে এক ভারতীয় আইন বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, পুলিশ যে চার্জশিট লিখেছিল তা এক হাজার পৃষ্ঠারও বেশি ছিল। তাতে সুরজের স্ত্রী হত্যার ষড়যন্ত্র ও তার বাস্তবায়নের  বিশদ বিবরণ দেওয়া হয়েছে।

আদালতে সরকার পক্ষ দাবি করেছিল, স্ত্রীকে এভাবে হত্যার ঘটনা ‘বিরলের চাইতেও বিরল।’ এই হত্যাকাণ্ডের জন্য তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হয়েছিল আদালতে।