আন্তর্জাতিক

তাইওয়ানে বহুতল ভবনে আগুন, নিহত ২৫

দক্ষিণ তাইওয়ানের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

বুধবার স্থানীয় সময় রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাওসিউং শহরের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাত ৩টার দিকে ১৩ তলা ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৫৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যাদের মধ্যে ১৪ জনের বেঁচে থাকার কোনও চিহ্ন ছিলো না।

দেশটির ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জানান, ঘটনাস্থল থেকে কমপক্ষে ১১ জনকে সরাসরি মর্গে পাঠানো হয়। আগুন নিভানো হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা বিকেল পর্যন্ত অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাবে।

দেশটির ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনটি অত্যন্ত ভয়াবহ ছিল এবং ভবনের অনেক তলা ধ্বংস করে দিয়েছে।

জানা যায়, ১৩ তলা ওই ভবনটি প্রায় ৪০ বছরের পুরানো। যার নিচে দোকান ও ওপরে অ্যাপার্টমেন্ট রয়েছে।