আন্তর্জাতিক

মেয়েদের মাধ্যমিক স্কুল খুলে দিচ্ছে তালেবান

মেয়েদের জন্য মাধ্যমিক স্কুল খুলে দিচ্ছে তালেবান। জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে আল-আরাবিয়া শনিবার এ তথ্য জানিয়েছে।

ইউনিসেফের উপনির্বাহী পরিচালক ওমর আব্দি গত সপ্তাহে কাবুল সফর করেছেন।

তিনি জানিয়েছেন, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে বলখ, জাওজান, সামানগান, কুন্দুজ ও উরুজগানে ইতোমধ্যে মেয়েদের মাধ্যমিক স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ওমর জানান, তালেবানের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ষষ্ঠ শ্রেণির পর থেকে যেসব মেয়ে শিক্ষার্থী রয়েছে তাদের স্কুলে যাওয়া অব্যাহত রাখতে তারা একটি কাঠামো তৈরিতে কাজ করছেন। আগামী দু’এক মাসের মধ্যে এই কাঠামো প্রকাশিত হবে।

তিনি বলেন, ‘আমি আপনাদের আজ বলছি, গত ২৭ দিন ধরে মাধ্যমিক স্কুলের লাখ লাখ মেয়ে শিক্ষার্থী শিক্ষাবঞ্চিত। আমরা তাদেরকে অপেক্ষায় না রাখার আহ্বান জানিয়েছি। একটি দিন অপেক্ষায় রাখলে, স্কুলের বাইরে থাকা শিক্ষার্থীরা আরও একটি দিন হারাবে।’