আন্তর্জাতিক

গভীর সাগরে পর্যটনকেন্দ্রিক অফশোর প্ল্যাটফর্ম নির্মাণ করবে সৌদি

বিশ্বের প্রথম পর্যটনকেন্দ্রিক অফশোর প্ল্যাটফর্ম নির্মাণ করতে যাচ্ছে সৌদি আরব। শনিবার দেশটির সরকারি অর্থ তহবিল জানিয়েছে, গভীর সাগরে খনিজ উত্তোলনের পাশাপাশি পর্যটকদের জন্য আকর্ষণীয় করে গড়ে তোলা হবে এই প্ল্যাটফর্ম। এর নাম দেওয়া হয়েছে ‘দ্য রিগ।’

সৌদি আরবের তেলনির্ভর অর্থনীতিকে পর্যটনসহ অন্যান্যা খাতমুখী করতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে পরিকল্পনা নিয়েছেন এটি তার অংশ।

এক বিবৃতিতে সরকারি অর্থ তহবিলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পটি উপসাগরে নির্মাণ করা হবে এবং এর বিস্তৃতি হবে এক লাখ ৫০ হাজার বর্গমিটারেরও বেশি এলাকাজুড়ে। এই প্রকল্পের আওতায় তিনটি হোটেল, হেলিপ্যাড ও উত্তেজনাকর চরম পর্যায়ের খেলাধুলার ব্যবস্থা যুক্ত করা হবে। তবে এই প্রকল্প বাস্তবায়নে কী পরিমাণ অর্থ ব্যয় করা হবে তা প্রকাশ করা হয়নি।