আন্তর্জাতিক

মসজিদুল হারামে কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে নামাজ আদায় শুরু

মক্কার মসজিদুল হারামে নামাজ আদায়ের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বিধি প্রত্যাহার করা হয়েছে। করোনা মহামারির শুরুর পর প্রথমবারের মতো সেখানে কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে নামাজ আদায় শুরু হয়েছে।

সৌদি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মসজিদের মেঝেতে সামাজিক দূরত্ব মানার যে চিহ্নগুলো ছিল সেগুলো অপসারণ করা হয়েছে।

এক সৌদি কর্মকর্তা বলেছেন, ‘এটি সতর্কতামূলক ব্যবস্থা সহজ করার সিদ্ধান্তের সাথে সঙ্গতিপূর্ণ এবং পূর্ণ ধারণক্ষমতা অনুযায়ী মসজিদে হজযাত্রী ও মুসল্লিদের প্রবেশের সুযোগ করে দেবে।’

অবশ্য সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক দূরত্ব বিধি প্রত্যাহার করা হলেও হজযাত্রী ও মুসল্লিদের পূর্ণ টিকাপ্রাপ্ত হতে হবে এবং মসজিদ এলাকায় মাস্ক পরা অবস্থায় থাকতে হবে।