আন্তর্জাতিক

ইউরোপের প্রথম দেশ হিসেবে নতুন করে লকডাউন ঘোষণা লাটভিয়ায়

করোনাভাইরাসের নতুন সংক্রমণ ঠেকাতে ইউরোপের প্রথম দেশ হিসেবে লাটভিয়া এক মাসের লকডাউন ঘোষণা করেছে। বুধবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের দেওয়া তথ্য অনুযায়ী, মাথাপিছু সংক্রমণের হিসেবে বিশ্বে লাটভিয়ায় সংক্রমণের হার সবেচেয়ে বেশি। 

প্রধানমন্ত্রী ক্রিসজানিস কারিনস বলেছেন, ‘আমাদের স্বাস্থ্যব্যবস্থায় বিপদের মধ্যে..এই সংকট থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে টিকা নেওয়া।’

লাটভিয়ার মোট জনসংখ্যা ১৯ লাখ। দেশটির ৫৭ শতাংশ মানুষ টিকা পেয়েছে। অথচ ইউরোপীয় ইউনিয়নে এই হার ৭৪ শতাংশ। সংক্রমণ ঠেকাতে চলতি সপ্তাহে লাটভিয়া সরকার রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ ঘোষণা করেছিল। ইতোমধ্যে স্কুল ও জরুরি নয় এমন সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী কারিনস বলেছেন, ‘যারা ইতোমধ্যে টিকা নিয়েছেন আমি তাদের কাছে ক্ষমা চাইছি।’ লকডাউনের এই সময়ে কেবল প্রয়োজনীয় উৎপাদন ও  নির্মাণ ও জটিল কাজের সঙ্গে সম্পৃক্তরা তাদের কাজ চালু রাখতে পারবেন।