আন্তর্জাতিক

ফ্রান্সে বিদ্যুৎহীন আড়াই লাখ বাড়ি

রাতভর ঝড়ো বাতাসের কারণে বৃহস্পতিবার ফ্রান্সের উত্তরাঞ্চলের আড়াই লাখের বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটির বিদ্যুৎ পরিচালনা কেন্দ্র এনেডিস এ তথ্য জানিয়েছে।

ঝড় অরোরির কারণে রেল ট্রাফিক ব্যবস্থায়ও প্রভাব পড়েছে। স্থানীয় সময় বুধবার বিকালে ঝড়টি আঘাত হেনেছিল।

যোগাযোগমন্ত্রী জিন-ব্যাপতিস্তি ডিজিবারি এক টুইটে জানিয়েছেন, প্যারিসের চারপাশের ইলি ডি ফ্রান্স অঞ্চল, নরমান্ডি, ফ্রান্সের উত্তরাঞ্চল ও লরাইনের পূর্বাঞ্চলে সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ে উপড়ে যাওয়া গাছের ছবি পোস্ট করেছেন অনেকে। হঠাৎ বন্যা দেখা দিয়েছে ব্রিটানি অঞ্চলের পশ্চিমাংশে। 

এনেডিস জানিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা সচল করতে প্রায় তিন হাজার টেকনিশিয়ান কাজ করছেন।