আন্তর্জাতিক

করোনায় মারা গেছে ১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মী

গত ১৭ মাসে করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে ৮০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মী মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস গেব্রিয়াসাস আধানম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

১১৯টি দেশের কাছ থেকে পাওয়া পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি পাঁচ স্বাস্থ্যকর্মীর মধ্যে মাত্র দুজন করোনার টিকা পেয়েছেন। ধনী দেশগুলোর অসহযোগিতা এবং টিকা বিতরণে দেরি হওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন আধানম।

তিনি বলেন, ‘এই মৃত্যু একটি মর্মান্তিক ক্ষতি।’

টিকা বিতরণে ধনী ও দেশগুলোর ব্যবধানের সমালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘আফ্রিকা প্রতি ১০ জনের মধ্যে এক জনেরও কম স্বাস্থ্যকর্মী টিকার পূর্ণ ডোজ পেয়েছেন। বিপরীত দিক থেকে, ধনী দেশগুলোর ৮০ শতাংশ স্বাস্থ্যকর্মীই টিকার পূর্ণ ডোজ পেয়েছেন।’ 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ার্কফোর্স বিভাগের পরিচালক জিম ক্যাম্পবেল বলেন, ‘সব স্বাস্থ্য ও সেবাকর্মীকে রক্ষা করা, তাদের অধিকার নিশ্চিত করা এবং তাদের উপযুক্ত নিরাপদ ও সক্রিয় অনুশীলনের পরিবেশে শোভনীয়ভাবে কাজের সুযোগ দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এর মধ্যে অবশ্যই টিকার প্রাপ্তি অন্তর্ভুক্ত থাকতে হবে।’