আন্তর্জাতিক

ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বাইডেন

ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, শুক্রবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে কলোনোস্কপি করা হবে বাইডেনের। এর জন্য তাকে অ্যানেস্থেশিয়ার মধ্য দিয়ে যেতে হবে। চিকিৎসাকালে অজ্ঞান থাকায় স্বল্প সময়ের জন্য প্রেসিডেন্টের ক্ষমতা ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের কাছে ন্যস্ত করা হবে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হচ্ছেন বাইডেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার ভোরে তাকে ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল।

প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, ‘অ্যানেস্থেশিয়ায় থাকায় প্রেসিডেন্ট বাইডেন সংক্ষিপ্ত সময়ের জন্য ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এই সময়ে ভাইস প্রেসিডেন্ট ওয়েস্ট উইংয়ে তার অফিস থেকে কাজ করবেন।’