আন্তর্জাতিক

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি শিক্ষার্থী

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন এক বাংলাদেশি শিক্ষার্থী। বৃহস্পতিবার দেশটির শীর্ষ আদালত এ রায় দিয়েছে।

২০১৭ সালের ১০ ডিসেম্বর তিন কেজি ৮৭৫ গ্রাম গাজাসহ গ্রেপ্তার হন মোহাম্মদ হাবিবুল হাসান খান নামের ওই শিক্ষার্থী। তিনি মালয়েশিয়ার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের ১০ এপ্রিল তাকে মৃত্যুদণ্ড দেয় শাহ আলম হাইকোর্ট। পরে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করেন।

দাতুক হানিপাহ ফারিকুল্লাহর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায়ে জানিয়েছেন, মোহাম্মদ হাবিবুল হাসান খানের আপিলের যোগ্যতা ছিল এবং প্রসিকিউশন মামলায় জ্ঞাত উপাদান প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। হোস্টেলে হাবিবুলের কক্ষ থেকে বিপুল পরিমাণ গাজা পাওয়া গিয়েছিল। নিম্ন আদালতের শুনানিতে হাবিবুলের আইনজীবী জানিয়েছিলেন, আদতে ওই ব্যাগটি জাওয়াদ নামের আরেক শিক্ষার্থীর। সে ইউনিভার্সিটি এলাকার বাইরে থাকতো। হাবিবুলকে গ্রেপ্তারের পরের দিনই জাওয়াদ আত্মহত্যা করেছিল।

বিচারপতি হানিপাহ বলেন, ‘বিচারিক আদালত এই প্রমাণটি গ্রহণ করেনি এবং কেবল অস্বীকৃতি ও পরবর্তী ভাবনা হিসেবে একে উড়িয়ে দেওয়া হয়েছিল।’