আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় সংক্রমণ বেড়েছে ৩০০ শতাংশ

দক্ষিণ আফ্রিকায় গত সাত দিনে করোনার নতুন সংক্রমণ ৩০০ শতাংশের বেশি বেড়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলা এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানিয়েছেন, ওমক্রিনের বিস্তারের কারণে দক্ষিণ আফ্রিকা করোনা সংক্রমণের চতুর্থ ঢেউয়ে প্রবেশ করেছে। তবে এখনও হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ বাড়েনি। দেশের ৯টি প্রদেশের মধ্যে সাতটিতে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। সংক্রমণে বহু মানুষের মৃত্যুর আগেই পরিস্থিতি সামাল দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশজুড়ে করোনার সংক্রমণের মাত্রা ‘অনেক বেশি’ উল্লেখ করে জো ফাহলা জানান, গত সাত দিনে নতুন সংক্রমণ ৩০০ শতাংশের বেশি বেড়েছে।  

তিনি বলেন, ‘দেশের প্রত্যেকটি অঞ্চলে উচ্চমাত্রার সংক্রমণ রেকর্ড করা হচ্ছে। এই ভ্যারিয়েন্ট অনেক বেশি সংক্রামক, যারা ইতোমধ্যে টিকা নিয়েছেন তারাও এতে আক্রান্ত হচ্ছেন।’

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় টিকা দেওয়ার হার অনেক কম। দেশটির মাত্র ৪২ শতাংশ জনগণ অন্তত এক ডোজ টিকা পেয়েছেন।