আন্তর্জাতিক

৩৮ দেশে ওমিক্রন শনাক্ত 

বিশ্বের ৩৮টি দেশে করোনার নতুন ভ্যারিয়েন্টে ওমিক্রন শনাক্ত হয়েছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ওমিক্রন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লেও এখনও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ভাইরাসের এই ভ্যারিয়েন্টটি কতোটা গুরুতর সংক্রামক এবং এর বিরুদ্ধে টিকা কতটা কার্যকর তা জানতে কয়েক সপ্তাহ সময় লেগে যাবে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের পরিচালক মিশেল রায়ান বলেছেন, ‘সবার যে উত্তরটি প্রয়োজন আমরা তা বের করার চেষ্টা করছি।’

এদিকে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, ডেল্টা ভ্যারিয়েন্ট যেভাবে বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারের গতি স্লথ করে দিয়েছিল একই ঘটনা ঘটাতে পারে ওমিক্রন।

তিনি বলেছেন, ‘এমনকি এই নতুন ভ্যারিয়েন্টটি আসার আগেও আমরা উদ্বিগ্ন ছিলাম যে, পুনরুদ্ধার অব্যাহত থাকলেও তা কিছুটা গতি হারাচ্ছে। খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে এমন একটি নতুন ভ্যারিয়েন্ট আত্মবিশ্বাসকে নষ্ট করতে পারে।’