আন্তর্জাতিক

৬ শতাধিক শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠালো থাইল্যান্ড

মিয়ানমার থেকে পালিয়ে আসা ছয় শতাধিক শরনার্থীকে ফেরত পাঠিয়েছে থাইল্যান্ড। রোববার এক থাই কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।

থাইল্যান্ড সীমান্তে মিয়ানমারের কারেন রাজ্যে সম্প্রতি সেনাবাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষের তীব্রতা বেড়েছে। এই সংঘর্ষ থেকে প্রাণে বাঁচতে হাজার হাজার মানুষ সীমান্ত অতিক্রম করে থাইল্যান্ডে প্রবেশ করছে।

থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের অভিবাসী গ্রুপ দ্য এইড অ্যালায়েন্স কমিটি জানিয়েছে, প্রায় এক হাজার বাস্তুচ্যুত মানুষ সীমান্তের কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়েছেন। তারা থাইল্যান্ডে প্রবেশের অপেক্ষায় আছেন।

স্থানীয় সময় রোববার সকালে দেখা গেছে, মিয়ানমার সীমান্তের কাছাকাছি থাইল্যান্ডের একটি স্কুল রোখা অর্ধ শতাধিক অভিবাসীকে তিনটি ট্রাকে ওঠানো হয়। অন্যদের সঙ্গে তাদেরকেও মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

থাইল্যান্ডের তাক প্রদেশের গভর্নর কিচারোয়েনরুংগ্রোজ জানিয়েছেন, ৬২৩ জন শরণার্থীকে ফেরত পাঠানো হয়েছে। থাই সীমান্তে এখনও দুই হাজার ৯৪ জন শরণার্থী রয়েছে। 

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।