আন্তর্জাতিক

থাইল্যান্ডে ওমিক্রনের ক্লাস্টার শনাক্ত

থাইল্যান্ডে প্রথমবারের মতো ওমিক্রনের ক্লাস্টার শনাক্ত হয়েছে। উত্তর-পূর্ব থাইল্যান্ডের কালাসিন প্রদেশে এটি শনাক্ত হয়েছে বলে শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির কোভিড-১৯ টাস্কফোর্সের মুখপাত্র আপিসামাই স্রিরাংসেন বলেছেন, ‘কালাসিন ক্লাস্টার থেকে ২১ জনের সংক্রমণের তথ্য জানা গেছে।’

তিনি জানান, দেশটির টেস্ট অ্যান্ড গো প্রকল্পের আওতয়ায় বেলজিয়াম ভ্রমণ করে আসা এক দম্পতির মাধ্যমে ওমিক্রনের বিস্তার শুরু হয়।

সংক্রমণের এই খবরের পর রাজধানী ব্যাংককে সরকারি অর্থায়নে নববর্ষ উদযাপনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।