আন্তর্জাতিক

বেলারুশের সঙ্গে আবারো মহড়া চালাবে রাশিয়া: পুতিন

আগামী বছরের শুরুর দিকে বেলারুশের সঙ্গে আরো একটি যৌথ সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। সেন্ট পিটার্সবার্গে  বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করার সময় বুধবার (২৯ ডিসেম্বর) এ কথা জানান তিনি।

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই এই ঘোষণা দিলেন পুতিন।

বৈঠকে চলাকালে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর আরো একবার যৌথ মহড়া পরিচালনার জন্য রুশ প্রেসিডেন্টের কাছে প্রস্তাব দেন। সে সময় পুতিন বলেন, আমরা আগামী ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে আবারো  যৌথ মহড়া চালানোর উদ্যোগ নিতে পারি। কিন্তু এ বিষয়ে সেনাবাহিনীকে সময় নির্ধারন করতে হবে।

এদিকে মেস্কোর এমন ঘোষণাকে মোটেও ভালোভাবে নেয়নি ইউক্রেন। কিয়েভের কর্মকর্তাদের দাবি, রাশিয়া যৌথ সামরিক মহড়ার কথা বলে বেলারুশ সীমান্ত থেকে তাদের দেশের উত্তরাঞ্চলে হামলার পরিকল্পনা করছে।

তবে রাশিয়া ইউক্রেনের করা অভিযোগ অস্বীকার করে বলেছে ন্যাটো এবং কিয়েভ উভয় মস্কোকে যুদ্ধের জন্য উসকানী দিয়ে চলেছে।

এর আগে গত সেপ্টেম্বরে বেলারুশ ও রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া অনুষ্ঠিত হয়।  মহড়ায় দুই দেশের দুই লাখের বেশি সেনা অংশগ্রহণ করে। সূত্র: রেডিও ফ্রি ইউরোপ।