আন্তর্জাতিক

বিশ্বে দৈনিক করোনায় আক্রান্তের গড় ২১ লাখ

গত সাত দিনে বিশ্বে করোনায় আক্রান্তের গড় ছিল ২১ লাখের বেশি। শনিবার বার্তা সংস্থা এএফপি নিজস্ব পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে।

পহেলা জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বিশ্বে দৈনিক সংক্রমণের গড় ছিল ২১ লাখ ছয় হাজার ১১১৮। এর আগের সপ্তাহে দৈনিক সংক্রমণের গড় ছিল ১০ লাখ। 

বার্তা সংস্থাটি জানিয়েছে, গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের পর বিশ্বে সংক্রমণ ২৭০ শতাংশ বেড়েছে। তবে করোনা মৃতের হার কমেছে। ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছিল ছয় হাজার ২৩৭। ২০২০ সালের অক্টোবরের পর করোনায় মৃত্যুর এটাই সর্বনিম্ন দৈনিক গড়।

প্রাথমিক গবেষণায় দেখা গেছে, ওমিক্রনে সংক্রমণের পর অসুস্থতার তীব্রতা কম। তবে সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলোতে ব্যাপক চাপ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বিশ্বে এই মুহূর্তে করোনার হটস্পট হচ্ছে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডা। গত সপ্তাহে বৈশ্বিক সংক্রমণের ৪৯ শতাংশ ইউরোপে এবং যুক্তরাষ্ট্রে ৩৩ শতাংশ ছিল।